• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎস্পৃষ্টে এক শিক্ষার্থীর মৃত্যু 


গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২১, ০১:৫৯ পিএম
বিদ্যুৎস্পৃষ্টে এক শিক্ষার্থীর মৃত্যু 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্যাডমিন্টন খেলার জন্য বৈদ্যুতিক লাইনের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আবুল কালাম আজাদ (২৩) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (৫ ডিসেম্বর) রাতে উপজেলার হরিরামপুর ইউনিয়নের শিব বাজার এলাকায় ব্যাডমিন্টন খেলার সময় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আবুল কালাম আজাদ একই এলাকার আব্দুস ছাত্তার মিয়ার ছেলে। তিনি গাইবান্ধা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের পদার্থ বিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী সাজু জানান, রোববার রাত ৮টার দিকে ব্যাডমিন্টন খেলার জন্য আবুল কালাম আজাদ ও তার বন্ধুরা জাল লাগানোসহ বৈদ্যুতিক লাইনের কাজ করছিলেন। এ সময় লাইট জ্বালানোর জন্য বৈদ্যুতিক পোলের মেইন লাইন থেকে সংযোগ নেওয়ার সময় হঠাৎ করে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন আবুল কালাম আজাদ। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

Link copied!